Home / পত্রসম্ভার / রঙিন ছবি গুলো তোমার কথা বলে
Cate-Cute

রঙিন ছবি গুলো তোমার কথা বলে

নীল,
হিম হিম বিকেলে চোখ ভেজা কল্পনায় ক্যানভাসে একেই চলছি তোমার ছবি।

একটি ছবিও রুপ নিচ্ছে না। কাঠামোহীন এলোমেলো করে থাকা ছবি গুলো তোমার পরশ খোঁজে।

রং তুলিতে আচড়ে পরে শুভ্র কাগজে। ভাবনা গুলো পথ হারায়।

আবার চোখ ভিজে উঠে স্মৃতিতে।

ভেসে উঠে হিসেব কষাকষির মেলায় জড়ো করা অনুভূতি গুলো।

ক্যানভাস জেগে উঠে।রঙিন ছবি গুলো তোমার কথা বলে।
কিছু বিস্তৃত মাল্টি কথা গুলো শুধু বাঁকা চোখে আমায় দেখে।
তারপর,,,,,,হয়তো ভোর হয়।

ইতি তোমার পদ্ম।

Facebook Comments

About Priyo Golpo

Check Also

ভালোবাসা হবে রোজকার ডাল ভাতের মত। বুকের পাঁজরে মিশে থাকবে।

হুমায়ুন ফরিদী – সুবর্ণা মুস্তফা , হুমায়ূন আহমেদ – গুলতেকিন,তাহসান মিথিলার মত সেলেব্রেটিদের প্রেম বিয়ে …

error: Content is protected !!