Home / দু:খদায়ক / প্রিয়তমা
alone, sad, heart touching love story for boys life

প্রিয়তমা

প্রিয়তমা,,,

আজ লিখতে গিয়ে আমার হাতের প্রতিটা শিরা কেঁপে উঠছে,
রক্ত জমাট বেঁধে যাচ্ছে প্রবল অনীচ্ছায়…তারপরেও কাঁপা কাঁপা হাত নিয়ে তোমাকে লিখছি…
তোমার কাছে কি চাওয়া ছিলো বলো?

তোমাকে চেয়েছি পাশে
সাগরের প্রবল ঢেউয়ের ছন্দে ।


সূর্য ডোবার শেষ সাক্ষী হয়ে
বরন করতে চেয়েছিলাম তোমাকে
উৎসবের মধু-ময় সময়গুলি
উৎসর্গ করেছি তোমাকেই।

তোমাকেই চেয়েছি তোমার উচ্ছ্বাসহীন
অন্তরে বিতাড়িত হয়েও,
তোমার তীব্র প্রত্যাখ্যান তোমাকেই পেতে
আমাকে প্রেরণা জোগায়।

আমি কখনোই তোমার অনীহার বিপরীতে
জোর করে চাইনি তোমায় ।

অনন্তহীন সময়ের সাথী হিসেবে তোমাকে চেয়েছি
মুক্ত আকাশে মেঘের খেলায় ,
প্রকৃতির অপার সৌন্দর্যের কাছে চেয়েছি তোমায়
রক্ত তারুণ্য শুধু তোমাকেই কেন চাই???
আমার সম্মুখে বারে বারে কেন দাঁড় করায়?
বিধ্বস্ত মননে তোমার সরব উপস্থিতি
আমার মনের বিদগ্ধ অনুভবে চিরঅম্লান….
নীরবে ঘুমাও তুমি চোখের ঘুম কেড়ে নিয়ে রাতের নির্জনতায় একাকী আমি প্রহরে গুনি…..
তোমাকে চেয়েছি দহন পীড়নে শ্রান্ত আমার ক্ষণিক চেতনার পূর্বআকাশে…
অরণ্যের রূপে নীল সবুজের ঠিকানায়
শুধু তোমাকেই চেয়েছি আমি
তোমার আমার হৃদ-কাব্য রচনার প্রাক্কালে….
অশ্রুসজল চোখে বৃষ্টি নামবে জানি,
আগুনের তপ্ত শিখা শীতল সাগর ছোঁবে,
ধ্রুব তারা তখন খসে পড়বে, শেষ হবে
অন্তিম যন্ত্রনা, একতারায় ছুঁয়ে থাকবে জীবন।

কী ভীষণ অনশনে কেটে যাচ্ছে ক্ষণ,
সহস্র কাহিনীর স্মৃতিটাকে ঠাঁই দিলাম-
সেই অবুঝ হৃদকাশে। অচিনপুড়ের দেশে….
সাদা মেঘের লাবণ্য মুছে গেছে সহসা
মনের সিঁড়িতে খেলে যায় অস্থিরতা।

বাঁচার অভ্যাস আমাকে বাঁচিয়ে রাখে
ঋতুর বৈরিতায় অভ্যস্ত এই আমি,
হৃদয়ের দেয়ালে মন রেখে ভাবি শত অতীতের মাঝেও তোমার মুখ খানি।
মসৃন তোমার আলগা হাতের ছোঁয়া
দূর আদিগন্তে মিলেমিষে একাকার…..

বোবা আকাশ, অবুঝ পৃথিবী, একা আমি…..

ইতি,,,
একা

Facebook Comments

About Priyo Golpo

Check Also

বাসা থেকে জোর করে বিয়ে দিয়েছে।

বিয়ের রাতেই আমার বর আমাকে বলেছে, তুমি তোমার মতো থাকবা,আমি আমার মতো। আমি মনে মনে …

error: Content is protected !!