Home / পত্রসম্ভার / প্রিয় মোহময়ী

প্রিয় মোহময়ী

প্রিয় মোহময়ী,
মরুভূমিতে কেবলই শীতেরা আনাৃগোনা করছিল꫰ বসন্ত সে তো বহুকাল হলো ছুটি নিয়েছে ꫰ শীত তবুও কিছু সময়ের জন্য বেড়াতে আসে꫰ জানো বহুকাল হলো তুমি ছুটি নিয়েছো, এদিকে আর তোমার আনাগোনা নেই꫰ শৈশবে তোমার বেনুনী ধরে টান দেওয়াটা আজো চোখে এসে ছানি ফেলে꫰ অনেকেই এলোগৈলো কিন্তু শৈশবের সেই তুমি সেই যে গেছো আজো এলে না꫰ পত্র মাধ্যমে শুনেছিলাম তোমার বিয়ে ঠিক হয়েছে, সেদিন অবুঝ বালকের মতো চেয়ে ছিলাম , চোখের পাপড়ির নিচে꫰অনেক চেষ্টা করেও তোমাকে সেদিন চোখের পাতায় আনতৈ পারিনি꫰ অথচ দেখো বিয়ে সেটা এখনো আমা হইতে অনেক দুরে꫰ আমি ভুলে গেছি দড়ি খেলা, কিন্তু তোমার সেই লাফিয়ে দড়ি খেলাটা এখনো চোখে বাধে꫰ স্কুলের বারান্দায় দাঁড়িয়ে তোমাকে ভাবতাম, তুমি যদি আমার সঙ্গে একই রুমে পড়তা তাহলে হয়তো বিরতি সময়ে কলম খেলা তোমার সাথেই খেলতাম꫰ খরস্রোতা নদী বহুদিন হলো শুকিয়ে আছে꫰ বালিরাও পর্যাপ্ত উত্তাপ ছড়ায় ꫰গহীনে যে কষ্ট রা বাসা বেধেছে, তবুও সেই বাসা ভেঙে দিতে পারি না কারন তাদের উপর আমার মায়ার গভীরতা খুবই বেশি হয়ে গেছে꫰ বিয়ে নামটা খুব অসহ্য লাগে আমার কাছে, তবে বাবা হবার তীব্র বাসনা আমার হৃদয়ে জাগে꫰ মনস্থির করেছি পেশা জীবনে পদার্পণ করে কোন পথশিশুকে দত্তক নিবো꫰ তবৈ দত্তক বলা চলে না, নিজের গভীর আপন করে নিবো, চ্যার্লি চ্যাপলিনের দ্য গ্রেট ফাদার মুভিটার মত꫰ ঐ ছবিটা দেখলে নিজেকে বিধ্বস্ত লাগে আবার ছবির শেষ মুহূর্তে নিজের মধ্যে দারুন রোমাঞ্চ কাজ করে꫰ আমার মধ্যে সুন্দরী শব্দটা হতাশা জাগায় ꫰মানুষের প্রিয় ব্যক্তির অসুন্দর মুখটাও গ্রীসের কোন দেবীর মতো লাগে꫰ সুন্দরীদের ভীরে তোমাকে ভুলে যাবার কথা কিন্তু তোমার পরে আজও কাউকে ভাল লাগে নাই꫰ যাইহোক হতাশা ফুটে উঠায় লিখলাম, এখন কেটে গেছে লেখাও থেমে গেল꫰

-ইতি
শিশু

Facebook Comments

About Priyo Golpo

Check Also

ভালোবাসা হবে রোজকার ডাল ভাতের মত। বুকের পাঁজরে মিশে থাকবে।

হুমায়ুন ফরিদী – সুবর্ণা মুস্তফা , হুমায়ূন আহমেদ – গুলতেকিন,তাহসান মিথিলার মত সেলেব্রেটিদের প্রেম বিয়ে …

error: Content is protected !!