Home / পত্রসম্ভার / প্রকৃতি প্রেমী
nature lover প্রকৃতি প্রেমী- বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য অংকন

প্রকৃতি প্রেমী

প্রকৃতিপ্রেমী,
সারাদিনের ব্যস্ততা শেষ। এখন একটু মুক্তি। মুক্তি মানে কি? আমাদের মতো এতগুলো দুষ্টু মিষ্টি ভাইবোন থাকতে তোমার মুক্তি কি আদৌ মিলবে?

মুই তোমার সতীন না। আর সতীন হলেই বা তুমি করবে? সেই তো ভালোই বাসবে।

কি যে ভাগ অংক করলে, উত্তর মিললো না। এরপর থেকে ভাগের কাজটা আমিই করবো কেমন।

থাক ভাগবাটোয়ারা নিয়ে আর কথা না বলি। নইলে আবার তাল…..
তালের কথা শুনে আমার এখন তালের পিঠা খাইতে ইচ্ছা করছে। এই ইচ্ছাটা পূরণ করবে কে?

বিজয় দিবসের লেখাটা লিখতে বসতে পারো ! এমন করে না বলে। সাতপাঁচ না ভেবে অবশ্যই লিখবে।

তোমাকে ৪৮ ঘন্টা পরে লিখতে বলছিলাম। কিন্তু তুমি ৮ ঘন্টার আগেই লিখেছিলে। তাই আমিই ১৯২ ঘন্টা পরে লিখলাম।

এটা ঠিক বিপদ জেনে স্থির থাকা যায়। কিন্তু না জেনে ভালো কিছু হলেও স্থির থাকা যায়না। ভাইয়ার কি অবস্থা এটা জিজ্ঞেস করতে মনেই থাকে না। ভাইদের তো পরীক্ষা শুরু হয়ে গেছে। কেমন হচ্ছে ওদের পরীক্ষা?

তুমি কি আকাশপ্রেমী? নাকি সাগরপ্রেমী? নাকি পৃথিবীপ্রেমী? ওহ না ! আমি তো ভুলেই গেছিলাম তুমি প্রকৃতিপ্রেমী। প্রচ্ছেদের শুভেচ্ছা নিও।

ইতি
হৈমন্তী

লেখাঃ Prema Mondal

Facebook Comments

About Priyo Golpo

Check Also

ভালোবাসা হবে রোজকার ডাল ভাতের মত। বুকের পাঁজরে মিশে থাকবে।

হুমায়ুন ফরিদী – সুবর্ণা মুস্তফা , হুমায়ূন আহমেদ – গুলতেকিন,তাহসান মিথিলার মত সেলেব্রেটিদের প্রেম বিয়ে …

error: Content is protected !!