Home / পত্রসম্ভার / অবনিতা

অবনিতা

অবনিতা!
“ভালোবাসি” শব্দটাতেই শুধু ভালোবাসা ফুটে ওঠে না। এর বাইরের ভালোবাসা উপলব্ধি করতে হয়। “সব আবদার রাখতে পারি না” এটা আমার দুর্বলতা নয়, স্থিরতা। আর কিছু সময় তোর চাওয়াটা যে পূর্ণ করতে না পারলে নিজেই বেশি কষ্ট পাই- সেটাও কি বলে দিতে হয়? তবে, হ্যাঁ! আস্ত একটা চিট আমি। সেটা তুই ভালো করেই জানিস। এসব চুটকে গালি না কোনোদিনও আমার গায়ে এসে পড়েনি কখনো!

যাইহোক, আমার একটা সুখবর আছে, যেটা তোর কাছে অনেক বড় দুঃখবর। “রঙ সে শিরায় আবার ফিরে এসেছে” মেইবি। শেষ সময় কবে ঠিক বলা গেলো না! পড়ে নিস!

ইতি-
আর

Facebook Comments

About Saddam

Check Also

আমাকে একবার ছুঁয়ে দেখবে না?

“তোমার সংসার কেমন চলছে?” -“ভালো।” _”বর কেমন আছে?” -ভালো। _”তুমি ভালো আছ?” -“হুম।। ভালো!” …তারপর …

error: Content is protected !!