Home / পত্রসম্ভার / প্রিয় শীঘ্রই বঙ্গ দেশে আসো

প্রিয় শীঘ্রই বঙ্গ দেশে আসো

প্রিয় হিম,
প্রত্রের শুরুতে নিও ভাপা পিঠে যুক্ত উষ্ণ প্রণাম ꫰

আশা করি বেশ সুখেই আছো, এবং সন্তান নিয়ে বেশ সুখেই দিন কাটছে꫰

যাই হোক মুদ্রা কথায় আসি, শীতের শুরু হইছে অনেকদিন হলো, একে তো শহুরে জীবন তার উপর নির্বাচন꫰

শীত যায় যায় অবস্থা ꫰ কিন্তু তোমার খবর নাই, ছুটি নিছো বহুকাল হইলো কিন্তু ফেরার কথা নাই꫰

এইভাবে কি চলে গ্রামীণ জীবনে পিঠের আমেজ শুরু হয়ে গেছে, শহুরে জীবনেও প্রায় লাগার অবস্থা ꫰

কিন্তু কোন খানেই তোমার দেখা নাই꫰

এভাবে চলতে থাকলে তো মানুষ পিঠা খাওয়ার মজা হতে বঞ্চিত হবে꫰

এমতাবস্থায় তোমার নিকট খুবই আবেদন, অতি সত্ত্বর হিমালয়ের কাছ থেকে ছুটি নিয়া শীঘ্রই বঙ্গ দেশে আসো꫰

ইতি
শীতকাল

লেখাঃ সজিব কুমার ঘোষ

Facebook Comments

About Priyo Golpo

Check Also

ভালোবাসা হবে রোজকার ডাল ভাতের মত। বুকের পাঁজরে মিশে থাকবে।

হুমায়ুন ফরিদী – সুবর্ণা মুস্তফা , হুমায়ূন আহমেদ – গুলতেকিন,তাহসান মিথিলার মত সেলেব্রেটিদের প্রেম বিয়ে …

error: Content is protected !!